রূপপুরে অনিয়মের সত্যতা মিলেছে

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় আসবাবপত্র অস্বাভাবিক মূল্যে ক্রয় দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এ সত্যতা পায়।
'বালিশকাণ্ড' বলে পরিচিত প্রকল্পের ক্রয়কৃত মালামালের প্রকৃত মূল্য অপেক্ষা ৩৬ কোটি ৪০ লাখ টাকা বেশি দেখানো হয়েছে। যা সরকারকে ফিরিয়ে দেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তদন্তের পর কমিটির এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার জন্য সোমবার (১৫ জুলাই) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি আলোচনায় আসার পর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টে রিট করলে ২০ মে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণপূর্ত মন্ত্রণালয়ের দু’টি তদন্ত কমিটির কথা উল্লেখ করে বলেন, এরই মধ্যে দু’টি তদন্ত কমিটি করা হয়েছে।
তারা আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে। এ রিপোর্টটা আগে আসুক। তারপর যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। সে পর্যন্ত স্ট্যান্ডওভার রাখা যেতে পারে।
এরপর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর আদালত স্ট্যান্ডওভার রাখেন। এর ধারাবাহিকতায় গত ১ জুলাই রিট আবেদনটি কার্যতালিকায় ওঠে।
ওইদিনের শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, কমিটির কাজ চলছে। ফেয়ার রিপোর্টের স্বার্থে আমাদের ১৪ জুলাই পর্যন্ত সময় দিন। কারণ ১২ জুলাই প্রতিবেদন দেওয়ার পর সেটা হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে আমাদের।
এ কারণে আরও দুইদিন মিলিয়ে ১৪ জুলাই পর্যন্ত সময় দিন। এর পরিপ্রেক্ষিতে আদালত পরের দিন ২ জুলাই আদেশের জন্য রাখেন। ২ জুলাই আদালত রুল জারি করেন।
একইসঙ্গে ওই ঘটনায় করা দু’টি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং প্রতিবেদন অনুসারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা দুই সপ্তাহের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন। এ আদেশ অনুসারেই প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।
প্রতিবেদনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করে বলা হয়েছে, দায়ী কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের গুরুত্ব অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা/প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরবরাহ করা মালামালের প্রকৃত মূল্য ৭৭ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা। কিন্তু তাদের দেওয়া হয়েছে একশ ১৩ কোটি ৬২ লাখ ৯৪ হাজার টাকা। তাই অতিরিক্ত টাকা ফেরত আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে।
১৯ মে রিট করার পর ব্যারিস্টার সুমন জানান, গ্রিন সিটিতে অস্বাভাবিক মূল্য ধরা হয়েছে। এটা কয়েকটা পত্রিকায় এসেছে। তাই আমরা নিয়ে এসেছি।
একটা বালিশের দাম ধরা হয়েছে প্রায় ছয় হাজার টাকা। কেটলি নিচ থেকে ওপরে নেওয়ার দাম ধরা হয়েছে প্রায় তিন হাজার টাকা। এটা চারদিকে ছড়িয়ে পড়ছে। গণপূর্ত বিভাগ একটি তদন্ত কমিটি করেছে।
গণপূর্ত বিভাগের বিরুদ্ধে এই অভিযোগ, সুতরাং তারা নিজেরা তদন্ত করতে পারেন না। এটা জুডিশিয়াল ইনকোয়ারি থাকা দরকার। এজন্য রিট করেছি।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে আসবাবপত্রসহ অন্য আনুষঙ্গিক কাজের দরপত্রের বিষয়ে ব্যাখ্যা দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
একইসঙ্গে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে তা তদন্তের জন্য দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়।
১৯ মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তর নির্মাণাধীন ৬টি ভবনে আসবাবপত্রসহ অন্য আনুষঙ্গিক কাজের জন্য দাপ্তরিক প্রাক্কলন প্রণয়নপূর্বক ৬টি প্যাকেজে ই-জিপিতে দরপত্র আহ্বান করা হয়।
প্যাকেজগুলোর প্রতিটির ক্রয়মূল্য ৩০.০০ কোটি টাকার নিম্নে প্রাক্কলন করায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক অনুমোদন ও ঠিকাদার নিয়োগ করা হয়। এক্ষেত্রে দাপ্তরিক প্রাক্কলন প্রণয়ন, অনুমোদন ও ঠিকাদার নিয়োগে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ পরিপ্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিব এবং গণপূর্ত অধিদপ্তর থেকে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে আলাদা দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সব ধরনের পেমেন্ট বন্ধ রাখতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/১৬ জুয়ালাই, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
- নৌবাহিনীতে চাকরির সুযোগ ০৫ ডিসেম্বর ২০১৯
- পেঁয়াজ ও চালে অস্বস্তি, দাম কমেছে সবজির ০৫ ডিসেম্বর ২০১৯
- ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ০৫ ডিসেম্বর ২০১৯
- শিক্ষা কার্যক্রমে বড় পরিবর্তন আসছে ০৫ ডিসেম্বর ২০১৯
- ভাসানীতে বিনাভাড়ায় যাতায়াত করবে পরীক্ষার্থীরা ০৫ ডিসেম্বর ২০১৯
- ফায়ারফক্স আনলো নতুন ভিডিও প্লেব্যাক টুল ০৫ ডিসেম্বর ২০১৯
- 'মেয়েদের ফ্রি স্যানিটারি ন্যাপকিন দেবে সরকার' ০৫ ডিসেম্বর ২০১৯
- বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী টিকিট মিলবে কাল ০৫ ডিসেম্বর ২০১৯
- ঊর্বশী এক ঘন্টায় নেবেন ৩ কোটি টাকা ০৫ ডিসেম্বর ২০১৯
- তিন চোরকে ধরতে সহায়তা চাইলো পুলিশ ০৫ ডিসেম্বর ২০১৯
- হলি আর্টিসান মামলার রায়ের কপি হাইকোর্টে ০৫ ডিসেম্বর ২০১৯
- বিয়ে ও বিচ্ছেদের নাটক 'সেই তুমি, এই আমি' ০৫ ডিসেম্বর ২০১৯
- শীতে গোড়ালি ফাটা সমাধানের ৪ টোটকা ০৫ ডিসেম্বর ২০১৯
- রোহিঙ্গা গণহত্যা মামলায় প্রচণ্ড চাপে মিয়ানমার ০৫ ডিসেম্বর ২০১৯
- শ্রমিকদের মালয়েশিয়া থেকে ফেরাতে বিশেষ ফ্লাইট ০৫ ডিসেম্বর ২০১৯
- 'আমরা নথিপত্র দেখে মামলা বিচার করি' ০৫ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ধামাচাপার চেষ্টা ০৫ ডিসেম্বর ২০১৯
- টাকার কারণেই মিরপুরে জোড়া খুন ০৫ ডিসেম্বর ২০১৯
- ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা আটক ০৫ ডিসেম্বর ২০১৯
- ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ ০৫ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার ০৫ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে দেয়াল ধ্বসে ট্রাক চালক নিহত ০৫ ডিসেম্বর ২০১৯
- ডিএসইতে ৮০ শতাংশ ব্যাংকের শেয়ার দর পতন ০৫ ডিসেম্বর ২০১৯
- নয়াপল্টনে বিএনপির ৭ নেতাকর্মী আটক ০৫ ডিসেম্বর ২০১৯
- লাইসেন্স পেল 'উবার', 'পাঠাও' এবং 'সহজ' ০৫ ডিসেম্বর ২০১৯
- পতন শেয়ারবাজারে ০৫ ডিসেম্বর ২০১৯
- আইপিএল নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার, মুশফিকের 'না' ০৫ ডিসেম্বর ২০১৯
- মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়েছে সালমা বাহিনী ০৫ ডিসেম্বর ২০১৯
- 'খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট চূড়ান্ত হয়েছে গতরাতেই, জমা দেয়নি' ০৫ ডিসেম্বর ২০১৯
- লাইসেন্স পায়নি বেঙ্গল কমার্শিয়াল ও সিটিজেন ব্যাংক ০৫ ডিসেম্বর ২০১৯