sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯, ২১ অগ্রহায়ণ ১৪২৬


মুনাফা কমেছে পিপলস ইন্স্যুরেন্সের

১০:১১এএম, ১৬ জুলাই ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১৮ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) সময়ে এই মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.০৪ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.১৯ টাকা বা ১৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪৪ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০৪ টাকা বা ৯ শতাংশ।

কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৭২ টাকায়।

বিজনেস আওয়ার/১৬ জুলাই, ২০১৯ /পিএস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে