sristymultimedia.com

ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯, ২৪ অগ্রহায়ণ ১৪২৬


ক্যাপটেক পপুলার লাইফ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

০৬:১৭পিএম, ১৬ জুলাই ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ক্যাপটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিএসইসির ৬৯৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৫ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ কোটি টাকা। যা ইউনিট আকারে বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং সম্পদ ব্যবস্থাপক ক্যাপটেক অ্যাসেট ম্যানেজমেন্ট। এছাড়াও ফান্ডটিরর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

বিজনেস আওয়ার/১৬ জুলাই, ২০১৯/পিএস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে