sristymultimedia.com

ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯, ২৪ অগ্রহায়ণ ১৪২৬


নেপালে ভূমিধ্বস, মৃতের সংখ্যা বেড়ে ৭৮

০১:৪৮পিএম, ১৭ জুলাই ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : অব্যাহত বৃষ্টিতে নেপালে বন্যা ও ভূমিধ্বসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিখোঁজ থাকার খবর মিলেছে।

দেশটির জরুরি সহায়তাকারী সংস্থা জানায়, নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা করছে উদ্ধারকর্মীরা। বন্যা কবলিত এলাকাগুলোর মানুষদের খাবার, ওষুধ আর নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন দেশটির ৪০ হাজারের বেশি সেনা আর পুলিশ।

দেশটির ক্ষতিগ্রস্ত হওয়া ১৪টি মহাসড়কে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করছে বেশ কয়েকটি এলাকায়।

এদিকে, আগামী আরও কয়েকদিন প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে আসামে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ।

এখনও ঝুঁকিপূর্ণ অঞ্চলে বহু বাসিন্দা আটকে থাকায় বন্যায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজনেস আওয়ার/১৭ জুলাই, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে