sristymultimedia.com

ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯, ২৪ অগ্রহায়ণ ১৪২৬


খালেদার মুক্তি দাবিতে চট্টগ্রামে বিএনপির সমাবেশ

০৬:১৮পিএম, ২০ জুলাই ২০১৯

বিজনেস আওয়ার (চট্টগ্রাম প্রতিনিধি): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরীর কাজির দেউরি এলাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২০ জুলাই) বেলা পৌনে ৩টায় মহানগর বিএনপি আয়োজিত নগরীর নূর আহমেদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চট্টগ্রামে এটি প্রথম সমাবেশ।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টার পর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, মহাসমাবেশের প্রধান সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিজনেস আওয়ায়/২০ জুলাই/ আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে