sristymultimedia.com

ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬


পূজায় আসছে নিরব-প্রিয়াঙ্কার 'হৃদয়জুড়ে'

০১:১৫পিএম, ২২ জুলাই ২০১৯

বিনোদন ডেস্ক : আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মুক্তি পাবে নিরব-প্রিয়াঙ্কা অভিনীত ছবি 'হৃদয়জুড়ে'। ছবিটি পরিচালনা করেছেন রফিক সিকদার। এরই মধ্যে ছবির শুটিং ডাবিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা রফিক সিকদার বলেন, ছবির শুটিং শেষ করেছি বেশ আগে। সম্প্রতি আমরা ছবির ডাবিং শেষ করেছি। আগামী মাসের প্রথম ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব। আগামী দুর্গাপূজায় ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা করছি। সেই জন্য প্রস্তুতি নিচ্ছি।

রফিক সিকদার বলেন, সাধারণত ঈদকে কেন্দ্র করে দেশের বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায়। আমি মনে করি, বাংলাদেশে উৎসব বলতে শুধু ঈদ নয়, পূজাও অনেক বড় উৎসব।

অথচ পূজাকে কেন্দ্র করে তেমন ছবি মুক্তি পায় না। যে কারণে আমরা ছবিটি পূজায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই ছবিটি আমি মৌলিক গল্প নিয়ে নির্মাণ করেছি। প্রেম-ভালোবাসার সঙ্গে সঙ্গে মানুষ জীবনের ছবি দেখতে পাবে। আশা করি, ছবিটি পছন্দ করবেন।

ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। ছবিতে আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ।

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে