businesshour24.com

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬


এরশাদের মৃত্যুতে কাতারে শোকসভা ও দোয়া মাহফিল

০৩:৩০পিএম, ২৫ জুলাই ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে জাতীয় পার্টি কাতার শাখা। দোহায় নাজমা সালিমার প্যালেসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাজী বাসার বলেন, ‌সফল রাষ্ট্রনায়ক ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার শাসন আমলেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের মূল কাজ শুরু হয়েছিল। দোষে গুণে মানুষ তাই সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশায় ভুলত্রুটি ক্ষমা চাই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কাতার শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাতার শাখার সিনিয়র সহসভাপতি মালেক আহমদ, দোহা মহানগর সাধারণ সম্পাদক গোলাম ইসহাক লিমন শাহ, ছাত্রলীগ কাতার শাখার সাধারণ সম্পাদক আনহার হোসেন আনু।

আলোচনাসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের পেশ ইমাম হযরত মাওলানা ইউসুফ নুর। সংগঠনের সভাপতি হাজী বাশার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ফুল।

শোকসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা বোরহার উদ্দিন শরীফ, এস এম ফরিদুল হক, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কফিল উদ্দিন, সৈয়দ আনা মিয়া, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সহসভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান প্রমুখ।

বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে