businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৬


শনিবার এনটিভিতে সজল-ভাবনার ‘আকাশ ভাঙ্গা বৃষ্টি’

০৫:১৭পিএম, ২৬ জুলাই ২০১৯

বিনোদন প্রতিবেদকঃ ছোট পর্দায় আবারও দেখা যাবে সজল-ভাবনা জুটির নাটক। ‘আকাশ ভাঙ্গা বৃষ্টি’ শিরোনামে নাটকটি লিখেছেন জহির করিম। পরিচালনা করেছেন এস এম রুবেল রানা।

এতে অভিনয় করেছেন চাষী আরিফ, তালহা খান, মামুন, তৌফিক প্রমুখ। এনটিভিতে আগামীকাল শনিবার রাত ৯ টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে।

নির্মাতা এস এম রুবেল রানা বলেন, ‘রোমান্টিক গল্পের নাটক এটি। এখানে তুর্য চরিত্রে সজল ও নূপুর চরিত্রে ভাবনা অভিনয় করেছেন। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

‘আকাশ ভাঙ্গা বৃষ্টি’-এর গল্পে দেখা যাবে, ‘সজলের বাসার দরজার সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সজল অফিস থেকে বাসায় ঢুকতে যাবে অমনি মেয়েটি এসে পথ আগলে দাঁড়ায়। সে তাকে সাহায্য করার আকুতি জানায়। সজলের যথেষ্ট সন্দেহ থাকা সত্ত্বেও মেয়ে বলে তাকে ভেতরে নিয়ে যায়। মেয়েটির গল্প শুনে সে অবাক হয়। খুব মায়া লাগে। এক ধরনের দুর্বলতাও কাজ করে তার মধ্যে। কারণ সে এখনো ব্যাচেলর। ভালোই কাটছিলো সব। হঠাৎ একদিন মেয়েটির খোঁজে কিছু লোক এ বাড়িতে আসে। শুরু হয় নতুন গল্প।’

বিজনেস আওয়ার/২৬ জুলাই,২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে