sristymultimedia.com

ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬


বার্সাকে বিদায় বললেন ম্যালকম

১০:২৯এএম, ০৩ আগস্ট ২০১৯

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে এখনো চার বছরের চুক্তি আছে ম্যালকমের। তবুও কাতালান ক্লাবটিকে বিদায় বলে দিলেন তিনি। ব্রাজিলীয় এই তারকার নতুন ঠিকানা রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ।

অবশ্য বার্সেলোনার চেয়ে বেশি ইউরো দিয়েই ম্যালকমকে কিনেছে জেনিত সেন্ট পিটার্সবার্গ। তরুণ এই উইঙ্গারকে কিনতে রাশিয়ান ক্লাবটির খরচ প্রাথমিকভাবে চার কোটি ইউরো।

চুক্তির শর্ত মোতাবেক, পরবর্তীতে এ খরচ আরও ৫০ লাখ ইউরো বেড়ে যেতে পারে। আপাতত জেনিথের সঙ্গে আগামী পাঁচ বছরের চুক্তিবদ্ধ হয়েছেন ম্যালকম।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে বার্সেলোনায় যোগ দেন ম্যালকম। বার্সার হয়ে গত এক বছরে মোট ২৪টি ম্যাচ খেলে চার গোল করেন তিনি। এর আগে ফরাসি ক্লাব বোর্দোর হয়ে খেলতেন ম্যালকম

বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে