sristymultimedia.com

ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬


মুক্তি পেল 'সাপলুডু' ছবির প্রথম গান (ভিডিও)

০১:১৪পিএম, ০৫ আগস্ট ২০১৯

বিনোদন ডেস্ক : মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি 'সাপলুডু'র প্রথম গান। গানের শিরোনাম ‘কিছু স্বপ্ন’। এতে কণ্ঠ দিয়েছেন পড়শি ও হৃদয় খান। সোমবার (৪ আগস্ট) রাতে আরটিভি মিউজিকের ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে গানটি মুক্তি দেওয়া হয়।

গানটির কথা, 'কিছু স্বপ্ন পায় না পথের ঠিকানা/ কিছু আঁধার ছুঁয়ে সে সীমানা/ ছুটেছি যে পথে আমি/ জানি না তার শেষ কোথায়/ আলো-আঁধার খেলা করে/ স্বপনেরই সেই ঠিকানায়'

জানা গেছে, মূলত গানটির লিরিক্যাল ভিডিও মুক্তি পেয়েছে। আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি দর্শকরা উপভোগ করতে পারবেন।

গানটি প্রসঙ্গে সঙ্গীতশিল্পী হৃদয় খান বলেন, অন্যরকম ভালো একটি গান হয়েছে। এটা আমার অন্যতম একটা সৃষ্টি। আশা করি গানটা দর্শকদের খুব ভালো লাগবে।

পড়শি বলেন, আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে বলব আপনাদের জন্য এটি আমার ঈদ উপহার। এ পর্যন্ত আমি একশ পঞ্চাশের বেশি ছবিতে গান গেয়েছি। তার মধ্যে অন্যতম একটি গান হয়েছে এটি।

‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয়েছে ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে।

‘সাপলুডু’ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সালাউদ্দিন লাভলু, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।

বিজনেস আওয়ার/০৫ আগস্ট, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে