sristymultimedia.com

ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬


জাহিদসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

০১:১০পিএম, ০৮ আগস্ট ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমানসহ দলের ৭ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিম্নবর্ণিত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তারা হলেন- মো, জাহিদুর রহমান, রেবেকা সুলতানা, সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী, মোছা. তানিয়া খানম, মো. শাহজাহান কবির, শাহনাজ বেগম, দিলারা শিরিন।

বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে