sristymultimedia.com

ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬


কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

০৩:১৪পিএম, ০৯ আগস্ট ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ নবগঠিত বিএনপি জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌর শহরের ছোট বাজার দলীয় কার্যালয়ে পুলিশি বাধার মুখেই এ প্রতিবাদ করেন তারা। এ সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স-এর কুশপুত্তলিকাও দাহ করেন বিক্ষুব্ধরা।

সাবেক কমিটির সহ-সভাপতি শামসুল আলম মারুফর সভাপতিত্বে এসময় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে নবগঠিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীসহ তৃণমূলের অভিমতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণার জোর দাবি জানান।

উল্লেখ্য, বিএনপি'র জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দেশের সকল জেলা বিএনপির কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ডাক্তার আনোয়ারুল হককে আহ্বায়ক ও ডক্টর রফিকুল ইসলাম হিলালীকে সদস্য সচিব করে গত ৭ আগস্ট নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

বিজনেস আওয়ার/৯ আগস্ট,২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে