sristymultimedia.com

ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬


স্পাইডারম্যানের চরিত্রে নিলয়

০২:৪১পিএম, ১০ আগস্ট ২০১৯


বিনোদন ডেস্ক : বড় পর্দায় সফলতা না পেলেও ছোট পর্দায় বেশ জনপ্রিয় সুপার হিরো নিলয় আলমগীর। বর্তমানে নাটকেই কাজ করছেন তিনি। আগামী ঈদের জন্য ব্যতিক্রমধর্মী এক চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

স্পাইডারম্যান হিসেবে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন তিনি। নাটকের নাম ‘অ্যাভেঞ্জার অ্যান্ড দ্য গ্রেট লুজার’। এসএম শাহীনের রচনায় এটি পরিচালনা করেছেন তানিম শাহরিয়ার।

নাটকে সহজ সরল এক ছেলে নিলয়। কল্পনায় নিজেকে অনেক কিছু ভাবে। স্পাইডারম্যান হওয়ার বাসনা তার প্রবল। কিন্তু একদিন স্বপ্নের মাধ্যমে স্পাইডারম্যান হওয়ার ক্ষমতা লাভ করে। কিন্তু এটি কাউকেই বলতে পারে না। তবে স্পাইডারম্যানের মতো আচরণ করতে থাকে।

এ প্রসঙ্গে নিলয় বলেন, ফ্যান্টাসি ধরনের এক গল্প নিয়ে নাটকটির কাহিনী তৈরি করা হয়েছে। প্রথমবার এ ধরনের চরিত্রে অভিনয় করেছি। ফ্যান্টাসি গল্প হলেও এর মধ্যে প্রেম ভালোবাসার ঘটনা রয়েছে। আশা করি, নাটকটি দর্শকের ভালো লাগবে।

নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে কুরবানি ঈদে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে