businesshour24.com

ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২০, ৭ মাঘ ১৪২৬


দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত

০২:১৪পিএম, ১২ আগস্ট ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দিনাজপুরে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর ঐতিহাসিক গোরে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জামাতে ঈমামতি করেন মাওলানা সামশুল আলম কাসেমী। আয়োজকরা জানিয়েছেন প্রায় ৩ লাখের অধিক মুসুল্লি নামাজ আদায় করেন।

প্রখর রোদ উপেক্ষা করে আল্লাহর নৈকট্য লাভের আশায় সকাল ৭টা থেকে জেলার ১৩ উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন। ২২৫ টি কাতারে মুসুল্লিরা নামাজ আদায় করেন। এখানে নামাজ আদায় করেন হুইপ ইকবালুর রহিম এমপি, বিচারপতি ইনায়েতুর রহিমসহ বিশিষ্টজনেরা।

র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জামাত শেষ হয়।

আগামীতে এই ঈদগাহে মুসল্লিদের যাতায়াত সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন স্থানীয় সাংসদ হুইপ ইকবালুর রহিম।

২০১৭ সাল থেকে দিনাজপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। ২৩ একর জমির উপর প্রতিষ্ঠিত এই ঈদগাহ ময়দানে ৬ লক্ষাধিক মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতে পারেন।

বিজনেস আওয়ার/১২ আগস্ট,২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে