businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


বিশ্বজুড়ে ভাইরাল গালিবয় রানা (ভিডিও)

০১:২৩পিএম, ১৪ আগস্ট ২০১৯

বিনোদন ডেস্ক : কোনো গানের স্কুলে সুরের চর্চা শেখেনি। বাসার পাশে কয়েকজনকে সিনিয়রকে গানের সঙ্গে ড্যান্স শিখতে দেখে তাই অনুকরণ করা শুরু করেন রানা। সেই অনুকরণ থেকে রানা এখন খুবই পরিচিত।

সম্প্রতি রানার গান ‘গল্লিবয়’ সামাজিকমাধ্যমে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। প্রবাসে বাংলাদেশিরা তার গানের ভুয়সী প্রসংশা করেছেন।

‘আমি গল্লির পোলা, আমার নাম হইলো রানা/শহরের অলিগলির গল্প আমার জানা/জীবনের কঙ্কালটা কাছ থেইক্যা দেখি/কিছু কিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি/আমার অনেক ইচ্ছা ছিল ইস্কুলে যামু/তিনবেলা পেট ভইরা ভাত মাছ খামু।’

গল্লিবয় রানাখ্যাত শিশুটির কথাগুলো এখন সবার মুখে মুখে। র‌্যাপ গান ‘গল্লিবয়’র মাধ্যমে অলিগলির নানা গল্প, সমাজের নানা অসঙ্গতি, পথশিশুদের দুর্দশার কথা শুনিয়েছে রানা।

রানা বলেন, অনেকেই আমাকে দেইখা এখন ডাকে, একসঙ্গে সেলফি তোলে। আমার কাছে গান শুনতে চায়। রানা বলতে থাকে, আমি গান করতে চাই। কিন্তু আমি পড়াশোনাও করতে চাই। আমি ডাক্তার হব। না আর্মি হব। গানও গাইব।

বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে