sristymultimedia.com

ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬


আইসিইউতে সৌমিত্র চট্টোপাধ্যায়

০৬:৩০পিএম, ১৪ আগস্ট ২০১৯

বিনোদন প্রতিবেদকঃ প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত এ অভিনেতা। ইতিমধ্যেই তার চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। আইসিইউতে এই প্রবীণ অভিনেতার চিকিত্‍সা চলছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

বুধবার (১৪ আগস্ট) সকালে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায় তার।তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয় হাসপাতালে।

কলকাতার গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল।

প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত। তার বয়সের কথা মাথায় রেখে তার অন্যান্য শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

বিজনেস আওয়ার/১৪ আগস্ট,২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে