businesshour24.com

ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১২ মাঘ ১৪২৬


সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফ্যামিলিটেক্স

০২:৩৫পিএম, ২৩ আগস্ট ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৮-২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১২টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহজুড়ে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৮ আগস্ট ফ্যামিলিটেক্সের শেয়ার দর ছিল ৩ টাকায়। কোম্পানিটির শেয়ার দর ২২ আগস্ট লেনদেন শেষে দাঁড়ায় ৩.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফ্যামিলিটেক্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনারেশন নেক্সটের ২৭.৫০ শতাংশ, এপোলো ইস্পাতের ২৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ২০.৭০ শতাংশ, এস এস স্টিলের ১৯.১৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৭.৯৪ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ১৭.৪৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৬.৫৫ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ১৫.৫০ শতাংশ এবং আরএন স্পিনিংয়ের শেয়ার দর ১৫.৩৮ শতাংশ বেড়েছে।

বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০১৯/এস

এই বিভাগের অন্যান্য খবর

বাজার মূলধন বেড়েছে ২৫ হাজার কোটি টাকা
বিদায়ী সপ্তাহে লেনদেন-সূচকে বড় উত্থান

উপরে