businesshour24.com

ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২০, ৭ মাঘ ১৪২৬


বৃষ্টি থামলেও খেলা নিয়ে সংশয়

০৪:১২পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের শেষ দিনে দুই সেশনের খেলা শেষ হয়েছে আগেই। চা-বিরতিও শেষ। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩ রান। সাকিব আল হাসান ৪৪ আর সৌম্য সরকার ২ রানে অপরাজিত আছেন।

এই টেস্টে যেন বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বৃষ্টি। লক্ষ্য ৩৯৮ রানের। এমন অবস্থায় টেস্ট বাঁচানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য। তবে খেলা না হওয়ায় এখন টেস্ট ড্র হওয়ার ভালো সম্ভাবনা দেখা দিয়েছে।

বৃষ্টি বন্ধ হলেও, মাঠে অনেকটাই পানি জমে আছে। কভার এখনও সরানো হয়নি। কভারের আশপাশেও পানি জমে আছে। একই অবস্থা আউটফিল্ডেরও।

তাই বৃষ্টি বন্ধ হলেও খেলা আবারও মাঠে গড়ানো সম্ভব হবে কি-না, সেই সংশয় থেকেই আছে। সব কিছু প্রস্তুত করতে করতে হয়তো তৃতীয় সেশনের সময়ও পার হয়ে যাবে।

অবশ্য এটা স্বস্তির খবর বাংলাদেশের জন্য। নিশ্চিত হারের পথে আছে টাইগাররা। খেলা না হলে অন্ততপক্ষে মান বাঁচানো এক ড্র নিয়ে মাঠ ছাড়তে পারবে টাইগাররা।

বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে