sristymultimedia.com

ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬


শেয়ার দর বাড়ার শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

১১:১১এএম, ১০ সেপ্টেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবার (০৯ সেপ্টেম্বরর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২১ শতাংশ প্রতিষ্ঠানে শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলহাজ্ব টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.৪০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৬৯.৬০ টাকায়। অর্থাৎ সোমবার কোম্পানিটির শেয়ার দর ৬.২০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৮.৫১ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৭.১১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৪.৯০ শতাংশ, ইবনে সিনার ৪.৪১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪০ শতাংশ, ন্যাশনাল টি’র ৩.৮৮ শতাংশ, আইটিসির ৩.৭৩ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৩.৫১ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৩.১২ শতাংশ বেড়েছে।

বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০১৯/এস

উপরে