sristymultimedia.com

ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯, ২৩ অগ্রহায়ণ ১৪২৬


শেয়ার দর বাড়ার শীর্ষে ন্যাশনাল টিউবস

০৪:৩০পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল টিউবসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ন্যাশনাল টিউবসের শেয়ারেরে ক্লোজিং দর ছিল ১৬১ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৭৪.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩.৪০ টাকা বা ৮.৩২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল টিউবস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমএল ডাইংয়ের ৭.৫৬ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৭.২৬ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৬.৮২ শতাংশ, সালভো কেমিক্যালের ৪.৫৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৩.৩৩ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩.০৮ শতাংশ, ব্যাংক এশিয়ার ২.৯৪ শতাংশ এবং রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৯৩ শতাংশ বেড়েছে।

বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০১৯/এস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে