sristymultimedia.com

ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯, ২৩ অগ্রহায়ণ ১৪২৬


জিম্বাবুয়ের বিপক্ষে অনিশ্চিত মোসাদ্দেক!

০৮:৪০এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : আফগানদের কাছে হারের পর অনেকটাই বিধ্বস্ত টাইগাররা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের মাঠেই নাস্তানাবুদ হচ্ছেন সাকিব বাহিনী। বাংলাদেশ ক্রিকেট দলের এমন দুঃসময়ে উড়ে এলো আরেক দুঃসংবাদ।

জানা গেছে, আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের খেলা অনিশ্চিত। অনুশীলনে চোট পেয়েছেন এই অল-রাউন্ডার।

গতকাল সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করতে সংবাদ সম্মেলনে এসেছিলেন মোসাদ্দেক। বেশ চনমনা দেখাচ্ছিল তাকে। সংবাদ সম্মেলন শেষে যোগ দেন অনুশীলনে।

এরপরই ঘটে দুর্ঘটনাটি। অনুশীলনকালে পায়ের পেশিতে টান লাগে তার। ফিজিও জুলিও কালেফাতোর কাঁধে ভর করে মাঠ ছাড়েন তিনি।

চোট কতটুকু গুরুতর সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা না গেলেও আজ মোসাদ্দেককে মাঠে দেখা যাবে কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আফিফ হোসেনের সঙ্গে ৮২ রানের জুটি বেঁধে দলকে জিতিয়েছেন মোসাদ্দেক। ওই একপ্রান্ত আগলে ধরে খেলছিলেন তিনি। ম্যাচে তার ব্যাটে আসে ৩০ রান।

বিজনেস আওয়ার/১৮ সেপ্টেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে