sristymultimedia.com

ঢাকা, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ৩০ অগ্রহায়ণ ১৪২৬


গাভাস্কারের বাতিলের খাতায় ধোনি

১১:১২এএম, ২১ সেপ্টেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর থেকে খেলার বাইরে থাকলেও এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি মহেন্দ্র সিং ধোনি। অনেকের ধারণা, ভারতের হয়ে আরেকটি বড় টুর্নামেন্টে খেলতে চান এই কিপার-ব্যাটসম্যান। সেটি হতে পারে ২০২০ টি ২০ বিশ্বকাপ।

কিন্তু ধোনিকে আর সুযোগ দিতেই নারাজ ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কার। ভবিষ্যতে চোখ রেখে ধোনিকে বাতিলের খাতায় ফেলে তারুণ্যে বিনিয়োগের পরামর্শ তার।

বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ধোনির জায়গায় সুযোগ পেয়ে তেমন কিছু করে দেখাতে পারেননি তরুণ কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। তবু ২০২০ টি ২০ বিশ্বকাপে গাভাস্কারের প্রথম পছন্দ পন্ত।

এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, আমাদের এখন সামনে তাকাতে হবে। ধোনির সময় শেষ। অন্তত আমার দলে জায়গা হবে না ধোনির। যদি টি ২০ বিশ্বকাপ নিয়ে কথা বলেন, অবশ্যই আমি ঋষভ পন্তকে বেছে নেব।

যদি বিকল্পের কথা বলেন, সঞ্জু স্যামসন আছে। সামনে এগোতে তারুণ্যকে অগ্রাধিকার দিতে হবে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অনেক। কিন্তু তার সময় শেষ।

বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে