businesshour24.com

ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৬


ব্লকে ১২ কোটি টাকার লেনদেন

০৪:৪৩পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ সপ্তাহের প্রথম কার্যদিবস (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির প্রায় ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬ লাখ ৭৩ হাজার ৪৭৫টি শেয়ার ১০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ১১ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীনফোনের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার টাকার মেঘনা লাইফ ইনস্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৪৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রীণডেল্টা ইনস্যুরেন্সের। এছাড়া আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ডের ২৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২২ সেপ্টেম্বর,২০১৯/ আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে