লন্ডনে প্রভাবশালী রাজনীতিবিদের তালিকায় টিউলিপ

বিজনেস আওয়ার প্রতিবেদক : ২০১৯ সালে ব্রিটেনের রাজধানীতে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদের তালিকায় ঠাই পেয়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের লেবার পার্টি এমপি টিউলিপ হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা। লন্ডনভিত্তিক সংবাদপত্র ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’ সম্প্রতি এ তালিকা প্রকাশ করে।বিজনেস আওয়ার প্রতিবেদক : ২০১৯ সালে ব্রিটেনের রাজধানীতে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদের তালিকায় ঠাই পেয়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের লেবার পার্টি এমপি টিউলিপ হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা। লন্ডনভিত্তিক সংবাদপত্র ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’ সম্প্রতি এ তালিকা প্রকাশ করে।
প্রতি বছর লন্ডনে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারীদের নিয়ে ‘প্রোগ্রেস ১০০০’ নামে এ তালিকা প্রকাশ করে ইভিনিং স্ট্যান্ডার্ড। রাজনীতি ছাড়াও ব্যবসা, প্রযুক্তি, বিজ্ঞান, ডিজাইন, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয়রা উঠে আসেন এ তালিকায়। টিউলিপ সিদ্দিক এ তালিকায় স্থান পেয়েছেন ওয়েস্টমিনস্টার ক্যাটাগরিতে।
টিউলিপকে নিয়ে সেখানে লেখা হয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মের ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেয়ার জন্য সন্তান জন্মদানের অস্ত্রোপচার পিছিয়ে বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হয়েছিলেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক।
তখন পর্যন্ত যুক্তরাজ্যের পার্লামেন্টে সাধারণত কোনো এমপির সন্তান জন্ম দেয়ার সময় আসন্ন হলে বা সদ্যোজাত সন্তানের কারণে বা অসুস্থতার কারণে কোনো ভোটে অংশ নিতে না পারলে বিরোধী পক্ষেরও একজন সদস্য ভোটদান থেকে বিরত থাকতেন, যাকে ‘পেয়ার’ বলা হতো। কারও অনুপস্থিতি যেন ভোটের ফলে প্রভাব ফেলতে না পারে তাই ওই প্রথা।
কিন্তু ২০১৮ সালের জুলাইয়ে কনজারভেটিভ পার্টির প্রধান ব্রান্ডন লুইস ওই প্রথা লঙ্ঘন করে ভোট দিয়েছিলেন। যদিও লুইস পরে এজন্য দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ‘দুর্ঘটনাবশত’ ভোট দিয়ে ফেলেছিলেন তিনি।
অতীতের এ ঘটনার কারণে ওই ব্যবস্থায় তার আর আস্থা নেই জানিয়ে সশরীরে পার্লামেন্টে গিয়ে ভোট দেয়ার সিদ্ধান্ত নেন টিউলিপ। তার এ সাহসী সিদ্ধান্তের কারণে সন্তান প্রত্যাশী ও নবজাতকদের বাবা-মায়ের জন্য ঐতিহাসিক ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি চালু করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। এ বিষয়টিকেই গুরুত্বপূর্ণ মনে করছে ইভিনিং স্ট্যান্ডার্ড।
এছাড়া ২০১৫ সালের মে মাসে লন্ডনের এ আসন থেকেই এমপি হয়ে হাউস অব কমন্সে গিয়ে প্রথম ভাষণেই নজর কাড়েন টিউলিপ সিদ্দিক। ওই ভাষণে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের প্রতি ব্রিটেনের সহৃদয়তার ওপর আলোকপাত করেন টিউলিপ সিদ্দিক। বিবিসির তৈরি ব্রিটিশ পার্লামেন্টে সবচেয়ে স্মরণীয় নবনির্বাচিতদের ভাষণের তালিকায়ও স্থান পায় তার এ ভাষণ।
নিজেকে ‘একজন আশ্রয় প্রার্থীর কন্যা’ হিসেবে বর্ণনা করে সে সময় মা শেখ রেহানার দুর্দশার বিবরণ দেন তিনি। ১৯৭৫ সালে পরিবারের অধিকাংশ সদস্যসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর লন্ডনে রাজনৈতিক আশ্রয় খোঁজেন শেখ রেহানা।
বিজনেস আওয়ার/০৫ অক্টোবর, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
- টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল ১৪ ডিসেম্বর ২০১৯
- ১৬ ডিসেম্বর যেসব সড়ক বন্ধ থাকবে ১৪ ডিসেম্বর ২০১৯
- দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক ৩ দিনের রিমান্ডে ১৪ ডিসেম্বর ২০১৯
- বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেবে এইচএসবিসি ১৪ ডিসেম্বর ২০১৯
- মাহমুদউল্লাহর ফেরার ম্যাচে জয় পেলো চট্টগ্রাম ১৪ ডিসেম্বর ২০১৯
- সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন নুসরাত ১৪ ডিসেম্বর ২০১৯
- বুবলীকে নিয়েই বাঁচতে চান শাকিব ১৪ ডিসেম্বর ২০১৯
- পুরাতন গাড়ির আমদানি শুল্ক কমানোর দাবি বারভিডার ১৪ ডিসেম্বর ২০১৯
- সানির নতুন ছবির ট্রেলারে যৌনতায় ভরপুর ১৪ ডিসেম্বর ২০১৯
- কালজয়ী নির্মাতা আমজাদ হোসেনকে হারানোর এক বছর আজ ১৪ ডিসেম্বর ২০১৯
- সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা ১৪ ডিসেম্বর ২০১৯
- মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু ১০ জানুয়ারি ১৪ ডিসেম্বর ২০১৯
- যমুনা ব্যাংক ফাউন্ডেশন'র উদ্যোগে চিকিৎসা সেবা ১৪ ডিসেম্বর ২০১৯
- বার্সার বিরুদ্ধে ফের মামলা ঠুকলেন নেইমার ১৪ ডিসেম্বর ২০১৯
- শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ম্যাকসন্স স্পিনিংয়ের ১৪ ডিসেম্বর ২০১৯
- বিপিএলে স্পট ফিক্সিংয়ের গন্ধ! ১৪ ডিসেম্বর ২০১৯
- টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৪ ডিসেম্বর ২০১৯
- শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ১৪ ডিসেম্বর ২০১৯
- একটি মৃত্যুর খবরে নীরবতা নেমে আসে ঢাকা-কুমিল্লা ম্যাচে ১৪ ডিসেম্বর ২০১৯
- 'ভারতের মুসলিমদের জন্য সিএবি আইন বৈষম্যমূলক' ১৪ ডিসেম্বর ২০১৯
- এনআরসি-সিএবি রুখতে গণআন্দোলনের ডাক মমতার ১৪ ডিসেম্বর ২০১৯
- 'আমরা গণতন্ত্রবিহীন একটি অবস্থার মধ্যে আছি' ১৪ ডিসেম্বর ২০১৯
- আইসিবির প্রশ্নবিদ্ধ ভূমিকা! ১৪ ডিসেম্বর ২০১৯
- 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে মুখরিত ধানমন্ডি ৩২ ১৪ ডিসেম্বর ২০১৯
- ঢাকা থেকে বাস গেলো দার্জিলিং-সিকিম ১৪ ডিসেম্বর ২০১৯
- 'রাজাকারকে 'শহীদ' বলা জঘন্য অপরাধ' ১৪ ডিসেম্বর ২০১৯
- বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা ১৪ ডিসেম্বর ২০১৯
- বুদ্ধিজীবী হত্যাকারীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে ১৪ ডিসেম্বর ২০১৯
- বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ আগামী বছর ১৪ ডিসেম্বর ২০১৯
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির এজিএম ১৪ ডিসেম্বর ২০১৯
-
আইপিও ও রাইট শেয়ার ইস্যু
শেয়ারবাজার থেকে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন অর্থ সংগ্রহ ১৫ ডিসেম্বর ২০১৯