ওয়ালটন এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি’র সুযোগ

নিজস্ব প্রতিবেদকঃ আশ্বিনের শেষ। কিন্তু প্রকৃতি এখনো উষ্ণ। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম যাচ্ছে না। অস্বস্তিকর এ অবস্থা থেকে স্বস্তি পেতে অনেকেই এয়ার কন্ডিশনার বা এসি কেনার পরিকল্পনা করছেন। কিন্তু বাড়তি বিদ্যুৎ বিলের শঙ্কা তাদের দ্বিধায় ফেলছে। এক্ষেত্রে এসি ক্রেতাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এখন ওয়ালটন এসিতে রয়েছে ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ। এছাড়া ওয়ালটন বাজারে এনেছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইসি।
উল্লেখ্য, অনলাইনে দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাস্টমার ডাটাবেজ ক্সতরি করছে ওয়ালটন। এ উপলক্ষ্যে ৭ অক্টোবর শুরু হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। এর আওতায় ক্রেতাদের ডিজিটাল রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে এসিতে বিদ্যুৎ বিল ফ্রি সহ নানান সুবিধা দেয়া হচ্ছে। রয়েছে ফ্রি ইন্সটলেশনসহ বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক। জানা গেছে, ওয়ালটন এসিতে রয়েছে সঠিক বিটিইউ’র নিশ্চয়তা। সংযোজিত হয়েছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর। ফলে ওয়ালটন এসি ঘরের ভেতরের তাপমাত্রা বুঝে সেই অনুযায়ী রেফ্রিজারেন্ট সরবরাহ করে। ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর ঘুমন্ত অবস্থায় থাকে। প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সরবরাহ করে বিধায় এতে ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। কম্প্রেসরের স্থায়ীত্বও বাড়ে। এসি চালুর সময় তুলনামূলক কম শব্দ উৎপন্ন করে। ওয়ালটন ইনভার্টার এসির কম্প্রেসারে আছে টার্বোমুড। যা রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করে। কম্প্রেসরে ব্যবহৃত হয়েছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ রেফ্রিজারেন্ট। রয়েছে আয়োনাইজার প্রযুক্তি। যা ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়া মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।
ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং এসির সিইও মোহাম্মদ তানভির রহমান জানান, এসব সুবিধার পাশাপাশি যে কোনো ব্র্যান্ডের পুরনো এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। এছাড়া মাত্র ৪,৯০০ টাকা ডাউন পেমেন্টে ৩৬ মাসের সহজ কিস্তির সুবিধা, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট), ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টুইন-ফোল্ড ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাত করা হচ্ছে। যার ফলে ক্রেতাদের কাছে ওয়ালটন এসি এখন হটকেক।
তিনি বলেন, দেশের এসি বাজারে এককভাবে শীর্ষে ওয়ালটন। আন্তর্জাতিকমানের ওয়ালটন এসি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এরই ধারাবাহিকতায় এসি রপ্তানিতে হুন্দাই, রিলায়েন্সসহ বিশ্বের খ্যাতনামা বিভিন্নব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছে। ওয়ালটন পণ্যের গুণগতমানে আকৃষ্ট হয়ে বিশ্বের বহু প্রতিষ্ঠানই এখন বাংলাদেশ তথা ওয়ালটনমুখী।
প্রতিষ্ঠানটির ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জানান, ওয়ালটন এসির রয়েছে আন্তর্জাতিক মানের গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) বিভাগ। যেখানে দেশের দক্ষ ও মেধাবী প্রকৌশলীরা প্রতিনিয়ত এসির অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। এরই ধারাবাহিকতায় স্পিট এসির ক্রিস্টালাইন সিরিজে এক, দেড় এবং দুই টনের আয়োনাইজার, টুইন-ফোল্ড ইনভার্টার এবং স্মার্ট ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার বাজারে ছাড়া হয়েছে।
তিনি জানান, বাংলাদেশে ওয়ালটনই প্রথমবারের মতো আইওটি বেইজড স্মার্ট এসি নিয়ে এসেছে। যা ভয়েস কমান্ড ও স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘অ্যামাজন ইকো’র মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যায়।
বর্তমানে বাজারে রয়েছে ভেনচুরি, রিভারাইন, রিভারাইন প্রো এবং ক্রিস্টালাইন সিরিজের এক, দেড় এবং দুই টনের বিভিন্ন মডেলের স্পিøট এসি। ওয়ালটনের এক টনের স্পিট এসির দাম ৩৬,৯০০ টাকা। দেড় টনের দাম ৪৫,৯০০ টাকা থেকে ৬৮,০০০ টাকার মধ্যে। আর দুই টনের এসির দাম পড়বে ৫৬,৯০০ টাকা থেকে ৭৬,৪০০ টাকা। স্পিট এসি ছাড়াও ৪ ও ৫ টনের সিলিং ও ক্যাসেট টাইপ এসিও উৎপাদন এবং বাজারজাত করছে ওয়ালটন।
পাশাপাশি, শিল্প-কারখানা, কার্পোরেট প্রতিষ্ঠান, শপিং মল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবনসহ মাঝারি ও বড় আকারের স্থাপনার জন্য ১৭ এবং ২৫ টনের ভিআরএফ (ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো) এসি ক্সতরি করছে ওয়ালটন। গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে ওয়ালটনের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় সারা দেশে রয়েছে ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার। সেখানে নিয়োজিত রয়েছেন আড়াই হাজারের বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান।
বিজনেস আওয়ার/৬ অক্টোবর, ২০১৯/আর
এই বিভাগের অন্যান্য খবর
আছে নিশ্চিত ক্যাশব্যাক
মার্সেল এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি
পাঁচ বছরের কিস্তি সুবিধায় কেনার সুযোগ
ইউরোপীয় প্রযুক্তিতে বিশ্বমানের লিফট তৈরি করছে ওয়ালটন
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫
ফ্রিজে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার দিচ্ছে মার্সেল
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫
ওয়ালটন এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি’র সুযোগ
কার্নিভাল অ্যাসিউর ও অ্যাকিউরা ইন্টারন্যাশনালের চুক্তি
'ইন্স্যুরেন্স সেবাকে এগিয়ে নেওয়াই লক্ষ্য'
বাজারে নতুন ৬ মডেল
এসি বিক্রিতে ওয়ালটনের ১২২ শতাংশ প্রবৃদ্ধি
- টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল ১৪ ডিসেম্বর ২০১৯
- ১৬ ডিসেম্বর যেসব সড়ক বন্ধ থাকবে ১৪ ডিসেম্বর ২০১৯
- দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক ৩ দিনের রিমান্ডে ১৪ ডিসেম্বর ২০১৯
- বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেবে এইচএসবিসি ১৪ ডিসেম্বর ২০১৯
- মাহমুদউল্লাহর ফেরার ম্যাচে জয় পেলো চট্টগ্রাম ১৪ ডিসেম্বর ২০১৯
- সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন নুসরাত ১৪ ডিসেম্বর ২০১৯
- বুবলীকে নিয়েই বাঁচতে চান শাকিব ১৪ ডিসেম্বর ২০১৯
- পুরাতন গাড়ির আমদানি শুল্ক কমানোর দাবি বারভিডার ১৪ ডিসেম্বর ২০১৯
- সানির নতুন ছবির ট্রেলারে যৌনতায় ভরপুর ১৪ ডিসেম্বর ২০১৯
- কালজয়ী নির্মাতা আমজাদ হোসেনকে হারানোর এক বছর আজ ১৪ ডিসেম্বর ২০১৯
- সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা ১৪ ডিসেম্বর ২০১৯
- মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু ১০ জানুয়ারি ১৪ ডিসেম্বর ২০১৯
- যমুনা ব্যাংক ফাউন্ডেশন'র উদ্যোগে চিকিৎসা সেবা ১৪ ডিসেম্বর ২০১৯
- বার্সার বিরুদ্ধে ফের মামলা ঠুকলেন নেইমার ১৪ ডিসেম্বর ২০১৯
- শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ম্যাকসন্স স্পিনিংয়ের ১৪ ডিসেম্বর ২০১৯
- বিপিএলে স্পট ফিক্সিংয়ের গন্ধ! ১৪ ডিসেম্বর ২০১৯
- টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৪ ডিসেম্বর ২০১৯
- শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ১৪ ডিসেম্বর ২০১৯
- একটি মৃত্যুর খবরে নীরবতা নেমে আসে ঢাকা-কুমিল্লা ম্যাচে ১৪ ডিসেম্বর ২০১৯
- 'ভারতের মুসলিমদের জন্য সিএবি আইন বৈষম্যমূলক' ১৪ ডিসেম্বর ২০১৯
- এনআরসি-সিএবি রুখতে গণআন্দোলনের ডাক মমতার ১৪ ডিসেম্বর ২০১৯
- 'আমরা গণতন্ত্রবিহীন একটি অবস্থার মধ্যে আছি' ১৪ ডিসেম্বর ২০১৯
- আইসিবির প্রশ্নবিদ্ধ ভূমিকা! ১৪ ডিসেম্বর ২০১৯
- 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে মুখরিত ধানমন্ডি ৩২ ১৪ ডিসেম্বর ২০১৯
- ঢাকা থেকে বাস গেলো দার্জিলিং-সিকিম ১৪ ডিসেম্বর ২০১৯
- 'রাজাকারকে 'শহীদ' বলা জঘন্য অপরাধ' ১৪ ডিসেম্বর ২০১৯
- বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা ১৪ ডিসেম্বর ২০১৯
- বুদ্ধিজীবী হত্যাকারীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে ১৪ ডিসেম্বর ২০১৯
- বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ আগামী বছর ১৪ ডিসেম্বর ২০১৯
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির এজিএম ১৪ ডিসেম্বর ২০১৯
-
আইপিও ও রাইট শেয়ার ইস্যু
শেয়ারবাজার থেকে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন অর্থ সংগ্রহ ১৫ ডিসেম্বর ২০১৯