sristymultimedia.com

ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯, ১ অগ্রহায়ণ ১৪২৬


শেয়ার দর বাড়ার শীর্ষে সোনালী আঁশ

০৫:১৮পিএম, ১৩ অক্টোবর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সোনালী আঁশের শেয়ারেরে ক্লোজিং দর ছিল ৪২১.৭০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৫৮.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩৬.৯০ টাকা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী আঁশ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমএল ডাইংয়ের ৮.০৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.৮১ শতাংশ, সিএএমপি আইবিবিএল ইসলামিক ফান্ডের ৪.৭২ শতাংশ, ফার্মা এইডের ৪.০৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩.১১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৩.০৮ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ২.৮৪ শতাংশ, স্কয়ার ফার্মার ১.৭২ শতাংশ, এমবি ফার্মার ১.৪৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০১৯/আরআই

উপরে