sristymultimedia.com

ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬


শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে আইসিবির সঙ্গে বসছে ডিবিএ

০৬:৪৫পিএম, ১৩ অক্টোবর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ডিবিএ)। আগামিকাল (১৪ অক্টোবর) বিকাল ৪টায় আইসিবির কার্যালয়ে এই বৈঠক শুরু হবে।

ডিবিএর সভাপতি শাকিল রিজভী বিজনেস আওয়ারকে বলেন, শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামিকাল বিকাল ৪টায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব। এতে শেয়ারবাজারের উন্নয়নে করণীয় নিয়ে ঊভয়ের মধ্যে আলোচনা হবে।

বৈঠকে ডিবিএ ও আইসিবির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০১৯/আরআই

উপরে