sristymultimedia.com

ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯, ২৭ কার্তিক ১৪২৬


ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

০৩:৪৭পিএম, ১৪ অক্টোবর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৪ অক্টোবর) ব্লক মার্কেটে ৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৪২ লাখ ৬২ হাজার ৯৪২টি শেয়ার ১৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২০ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকার গ্রামীণ ফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ১৪ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।

এছাড়া গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ১ কোটি ৮৩ লাখ ৮ হাজার টাকার, রেনেটার ১ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার, এপেক্স ফুটওয়ারের ৯৭ লাখ ৯৯ হাজার টাকার, রুপালী লাইফ ইনস্যুরেন্সের ৭ লাখ ৪ হাজার টাকার, এসকে ট্রিমসের ৬ লাখ ৭৩ হাজার টাকার এবং এসএস স্টিলের ৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০১৯/আরআই

উপরে