sristymultimedia.com

ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬


শাকিবের 'হ্যাকার'-এ কোয়েল

০১:১৪পিএম, ১৫ অক্টোবর ২০১৯

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির কিং শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ নির্মাণ করতে যাচ্ছে 'হ্যাকার' শিরোনামের একটি সিনেমা। সোমবার (১৪ অক্টোবর) পরিচালক সমিতিতে এর নাম নিবন্ধিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা মালেক আফসারী।

তিনি বলেন, 'হ্যাকার' ছবির নায়ক শাকিব খান। তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার কোয়েল মল্লিক। তার সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন তিনি।

নির্মাতা আরও জানান, এই ছবিতে চমৎকার একটি চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। যেমনটি এর আগে কখনো দেখা যায়নি তাকে। এর জন্য নিজের স্টাইল ও লুক পরিবর্তন করবেন শাকিব।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সিনেমার শুটিং শুরু করবো। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সহকারী প্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল।

বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০১৯/এ

উপরে