sristymultimedia.com

ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯, ১ অগ্রহায়ণ ১৪২৬


ইউরোর মূল পর্বে স্পেন

১১:১১এএম, ১৬ অক্টোবর ২০১৯

স্পোর্টস ডেস্ক : ইউরো ২০২০ এর চূড়ান্ত পর্বে খেলা নিয়ে শঙ্কায় ছিল স্পেন। বিশেষ করে নরওয়ের কাছে হোঁচট ভাবিয়ে তুলেছিল ভক্তদের। কিন্তু সেই ধাক্কা সামলে উঠে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্পেন। সুইডেনের বিপক্ষে ড্রতেই হাসিমুখ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যাচ শুরুর আগে স্প্যানিশদের সামনে ছিল সহজ সমীকরণ-এক পয়েন্ট পেলেই মিলবে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট। এই সুযোগটা হাতছাড়া করেনি তারা। স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

যদিও মার্কাসের গোলে লিড নিয়েছিল সুইডেন। এরপর শেষ দিকে রদ্রিগোর গোলে এক পয়েন্ট তুলে নেয় স্পেন। ড্র ম্যাচের পুরোটা সময় জুড়েই দাপট ছিল স্পেনের। তবে নিশানা খুঁজে নিতে পারেনি সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।

এমনকী ৫০তম মিনিটে উল্টো গোল হজম করে স্প্যানিশরা। ব্যবধান গড়ে দেন মার্কাস। এরপর ইনজুরি সময়ে এসে রদ্রিগোর গোলে রক্ষা। আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই মূল পর্বে উঠল স্পেন।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০১৯/এ

উপরে