sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯, ৮ অগ্রহায়ণ ১৪২৬


টাইগারদের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি

১০:৪৫এএম, ২১ অক্টোবর ২০১৯

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবেনা ভারতের নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলিকে। গত এক বছরে বেশ কয়েকটি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল কোহলিকে।

যেমন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ কিংবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে খেলেননি তিনি। এবারও হয়তো তাকে ছাড়াই দল গোছাবেন জাতীয় নির্বাচকরা। দল বাছাইয়ের আগে নাকি নির্বাচন কমিটির মধ্যে এমনই চুক্তি হয়েছে।

আগামী বছর টিম ইন্ডিয়ার খেলার দীর্ঘ তালিকার কথা মাথায় রেখেই নাকি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা। সেক্ষেত্রে ফের রোহিত শর্মার ভাগ্যেই নেতৃত্বের শিঁকে ছিঁড়তে পারে।

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষ হলেই আগামী ৩ নভেম্বরই শুরু হয়ে যাবে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই। প্রথম টি-টোয়েন্টি দিল্লিতে। এদেশে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্টও খেলবেন সাকিবরা।

বিজনেস আওয়ার/২১ অক্টোবর, ২০১৯/এ

উপরে