businesshour24.com

ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৬


ভর্তি পরীক্ষায় ঢাবির 'ঘ' ইউনিটে ২য় স্থানে অরপা

০৫:৪৬পিএম, ৩১ অক্টোবর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটে ভর্তি পরীক্ষায় ২য় স্থান অধিকার করেছে বরিশালের মেয়ে অরপা ইসলাম।

অরপা ইসলামের গ্রামের বাড়ি বরিশালের চরফতেপুর গ্রামে। তার বাবার নাম বশিরুল ইসলাম ও মায়ের নাম ফাতেমা ফেরদৌসি। তিন বোনের মধ্যে সবার বড় অরপা।

'ঘ' ইউনিটে ভর্তি পরীক্ষায় ২য় হওয়া এ মেধাবী তরুণী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে থেকে এইচএসএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

এ বিষয়ে অরপা বলেন, আজকের এই রেজাল্টের জন্য আমি আমার বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞ। তাদের সহযোগিতাই আমাকে এতদূর নিয়ে এসেছে। এখন আমার চেষ্টা থাকবে দেশের সোর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিজেকে আরও গুণসমৃদ্ধ করা এবং নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য উপকারী কিছু করা।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি
শাহবাগে ফের বিক্ষোভ, কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি

উপরে