sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯, ৮ অগ্রহায়ণ ১৪২৬


নারায়ণগঞ্জে ভবনধসে আটকে পড়া শিশু উদ্ধারে অভিযান চলছে

১২:২৪পিএম, ০৪ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ঢাকার কাছে নারায়ণগঞ্জে একটি ধসে পরা ভবনের ভেতরে আটকে পড়া একটি শিশুকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে দমকল বাহিনী।

রবিবার বিকেলে বাবুরাইল এলাকায় ওই ভবনটি হঠাৎ ধসে পড়লে শিশুটি এর ভেতরে আটকে পড়ে বলে ধারণা করা হয়।

ইফতেখার আহমেদ ওয়াজিদ নামে ১২ বছর বয়সী এই শিশুটি এখনো বেঁচে আছে না কি নেই, সেটা এখনো স্পষ্ট নয়।

দমকল বাহিনী জানাচ্ছে, ভবনটির ঠিক কোন জায়গাটিতে শিশুটি রয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি তারা। তবে শিশুটিকে উদ্ধারের আপ্রান চেষ্টা করা হচ্ছে এবং রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উদ্ধার অভিযানএখনো অব্যহত আছে।

শিশুটির পিতা গণমাধ্যমকে জানান, তার ষষ্ঠ শ্রেনী পড়ুয়া ছেলে প্রতিদিন ওই ভবনে আরবি পড়তে যেত। রবিবারও গিয়েছিল। বিকেলে পড়া শেষে সে বেরিয়েও গিয়েছিল। কিন্তু সে ভেতরে ফেলে আসা কোরান শরিফ আনতেআবার ফিরে যায় ভবনটির ভেতরে।

এরই এক পর্যায়ে ভবনটি ধসে পড়ে, জানাচ্ছেন শিশুটির পিতা মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল।

শিশুটিকেও তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না।

বিজনেস আওয়ার/৪ নভেম্বর, ২০১৯/আরআই

উপরে