sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯, ৮ অগ্রহায়ণ ১৪২৬


আবারো বেড়েছে একই তথ্য ব্যবহারে খোলা একাধিক বিও বন্ধের সময়

০৪:৩৪পিএম, ০৫ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার : একই জাতীয় পরিচায়পত্র, মোবাইল নাম্বার এবং ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের সময়সীমা দ্বিতীয় দফা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিএসইসির ৭০৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

লেনদেনের প্রথমদিনে সার্কিট ব্রেকার চালুর সিদ্ধান্ত
রিং সাইন নিয়ে ‘শেয়ারবাজার প্রতিদিন ডটকম’-এ মিথ্যা খবর
স্টক ডিলাররাও প্রভিশন সংরক্ষণে সুবিধা পাবে

জানা গেছে, একই জাতীয় পরিচায়পত্র, মোবাইল নাম্বার এবং ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের জন্য ২০ জুন এক সার্কুলারের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য নির্দেশ প্রদান করে। এই সার্কুলারের সময় ২১ জুলাই শেষ হয়েছে। এরপর ২৩ জুলাই কমিশনের ৬৯৪তম সভায় এই সময় প্রথম দফা বাড়িয়ে ২১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এই সময় সীমা ২১ অক্টোরর ২০১৯ পর্যন্ত বাড়ানো হয়েছিল। আজ বিএসইসির সভায় দ্বিতীয় দফা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০১৯/এস

উপরে