businesshour24.com

ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৬


ম্যাচ বাই ম্যাচ জিততে চাই আমরা

১০:১৭এএম, ০৬ নভেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : রাজকোটের আবহাওয়া নিয়ে চিন্তা না করে সবার মনোযোগই এখন ক্রিকেটে। তাই এখনই সিরিজ জয় নিয়ে চিন্তা নয়, ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় আমরা। রাজকোটে প্রথমদিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন।

টাইগাররা প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া দলটার সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। কদিন আগের সব আলোচনা-সমালোচনা ভুলে সব মনোযোগ এখন কেবল ক্রিকেটে।

দিল্লি জয়ের পর রাজকোটে ফিরেও একই মন্ত্র। দিল্লির দূষণের আগ্রাসন সামলেছে টাইগাররা। এবার চ্যালেঞ্জ রাজকোটের ঘূর্ণিঝড়ের ঝুঁকি ঠেলে ম্যাচে মনোযোগ দেয়া। সেটিই করতে চান ক্রিকেটাররা।

আফিফ বলেন, এখানে এসে যেন আমার বেস্ট পারফর্মটা করতে পারি সেটার চেষ্টাই করে যাচ্ছিলাম। আমরা ফার্স্ট ম্যাচ জেতার পর অনেক কনফিডেন্ট আছি।

প্রথম ম্যাচে এই আফিফসহ তরুণদের পদচারণা চোখে লাগার মতো। সাকিব-তামিম বিহীন সিরিজে সবাই উন্মুখ হয়ে আছেন নিজেদের মেলে ধরতে। চাইছেন, সামর্থ্যের প্রমাণ দিতে।

ভারতীয়দের সব ভাবনা জুড়ে সিরিজ। ঘরের মাঠে যেটি তারা খোয়াতে চায়না ক্রিকেটের মহাপরাক্রমশালী দলগুলোর কাছেও। টাইগারদের ভাবনায় কঠিন সেই কাজটিই করা।

বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

শেষ টি-টোয়েন্টিতে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ
মধুর সমাপ্তি, নাকি খালি হাতে ফেরা!

উপরে