businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


আরেক মাইলফলকের সামনে রোহিত শর্মা

১২:৩৫পিএম, ০৯ নভেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মার সামনে রয়েছে নিজেকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ। টাইগারদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ডানহাতি ওপেনার ম্যাচ সেরার পুরস্কার পান।

শেষ ম্যাচে আরেকবার ম্যাচ সেরার পুরস্কার পেলে রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হবেন। রোহিতের সামনে থাকছে দুই অঙ্ক ছোঁয়ার হাতছানি।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১১ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি। আর কেউ এক অঙ্কের বাইরে বেরুতে পারেননি।

রোহিত শর্মা বাদে ৯ বার করে টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, মোহাম্মদ হাফিজরা। রোহিতের সুযোগ থাকছে তাদের টপকে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার।

বিজনেস আওয়ার/০৯ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে