sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬


ঘূর্ণিঝড়ে গাছপালাসহ ঘরবাড়ি বিধ্বস্ত, প্রাণ গেছে দুইজনের

০১:০৩পিএম, ১০ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ দেশের দক্ষিণাঞ্চল অতিক্রমের সময় খুলনা ও পটুয়াখালীতে দুইজনের প্রাণ নিয়েছে ঘূর্ণিঝড় 'বুলবুল'।

ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জের উত্তর রামপুরা গ্রা‌মে ঘরের দেয়ালচাপায় মারা গেছেন হামেদ ফকির (৬০) নামের এক ব্যক্তি। আর খুলনার দাকোপ উপজেলায় গাছচাপায় মারা গেছেন প্রমিলা মণ্ডল (৫২) নামের এক নারী। প্রমিলা দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী।

আজ রবিবার (১০ নভেম্বর) ভোররাত ও সকালে এ পৃথক ঘটনা ঘটে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার এবং খুলনার দাকোপ থানার ওসি মোকাররম হোসেন ওপরে উল্লেখিত ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

খুলনার দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদ বলেন, রাতে প্রমীলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ছিলেন। সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে নিজের বাড়িতে যান তিনি। এ সময় একটি গাছ তাঁর ওপর পড়লে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যদিকে, পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, উপজেলার উত্তর রামপুরা গ্রা‌মে ঘর ভেঙে চাপা পড়ে হামেদ ফকির নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ে জেলার আরো কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে।

বিজনেস আওয়ার/১০ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

শঙ্কায় ছাত্র-ছাত্রীরা, এলাকাবাসীর ক্ষোভ
ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি

তিন বিভাগে পেট্রলপাম্প ধর্মঘট
তেল বিক্রি বন্ধ, অচল হয়ে যেতে পারে সড়কপথ

উপরে