sristymultimedia.com

ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ২৬ অগ্রহায়ণ ১৪২৬


আবারও নতুন ছবিতে মিম

০১:৫৬পিএম, ১১ নভেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : আবারও নতুন ছবিতে নতুন নায়কের সাথে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন হালের সেনসেশন বিদ্যা সিনহা সাহা মিম। রায়হান রাফি পরিচালিত এ ছবিটির নাম ইত্তেফাক। ছবিতে মিম নায়ক সিয়াম আহমেদ।

নির্মাতা সুত্রে জানা গেছে, ছবিটির প্রথম লটের শুটিং সিলেটে হবে। আগামী ২০ নভেম্বর থেকে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে।

ছবিটি নিয়ে বেশ আশাবাদের কথা জানালেন মিম। তিনি বলেন, দারুণ একটি গল্প নিয়ে 'ইত্তেফাক' নির্মিত হবে। দর্শকরা যে ধরনের গল্প নির্ভর ছবি পছন্দ করেন, এটি তেমনই একটা ছবি হবে প্রত্যাশা করা যায়।

উল্লেখ্য, মিম অভিনীত গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় 'সাপলুডু' ছবিটি মুক্তি পায় গত মাসে। ছবিতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ।

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে