businesshour24.com

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬


আবার মিউজিক ভিডিও নিয়ে নুহাশ হুমায়ূন

০৪:০৯পিএম, ১৪ নভেম্বর ২০১৯

বিনোদন প্রতিবেদকঃ এবার আবার মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ছেলে নির্মাতা নুহাশ হুমায়ূন। এর নাম ‘গোলাপি’। এটি গেয়েছেন কানাডায় বসবাসরত বাংলাদেশি পপ শিল্পী ঈসা ফারুক। যিনি সামাজিক মাধ্যমে ফারুক ভাই প্রজেক্ট নামে পরিচিত।

‘গোলাপি’ গানটি ৯০-এর দশকে বেড়ে ওঠা প্রজন্মের স্মৃতিগুলোকে একটু মজাদার ভঙ্গিমায় তুলে আনা হয়েছে। এতে থাকছে উইন্ডোজ ৯৮, পুরানো ভিডিও গেম, ফ্লিপ মোবাইল ফোনসহ এমন অনেক কিছুরই নজির।

গানটির প্রযোজনা করেছে নবী মাহমুদ এবং সহযোগিতায় ছিলেন ফাইরুজ নাজিফা।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে