sristymultimedia.com

ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬


সাপ্তাহিক গেইনারের শীর্ষে সোনারবাংলা ইন্স্যুরেন্সে

০১:৪৫পিএম, ১৬ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ দিন সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪২.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭.৩০ টাকা বা ১৭.২৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনারবাংলা ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্লের ১৪.৮৬ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৪.৬৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৩.৫৯ শতাংশ, ন্যাশনাল ফিডের ১২. ৬৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সর ১২.২৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৯১ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১০.৬৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০.৩০ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের দর ১০ শতাংশ বেড়েছে।

বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০১৯/এস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে