ময়লার ভাগাড়ে বিপুল পরিমান পচা পেঁয়াজ

বিজনেস আওয়ার প্রতিবেদক (চট্টগ্রাম) : ঘূর্ণিঝড় 'বুলবুল' আঘাত হানার পর থেকে পেঁয়াজের দাম যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে প্রায় ১৫ টন পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর নগরের ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট এলাকায় ১০-১৫ বস্তা পচা পেঁয়াজ কর্ণফুলী নদীর তীরের ভাগাড়ে ফেলে দেওয়া হয়।
খাতুনগঞ্জের আড়তদাররা বলছেন, মিয়ানমার থেকে আনা এসব পেঁয়াজ, পরিবহনের সময় এগুলো নষ্ট হয়ে গিয়েছিল। পরে চট্টগ্রাম সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়িতে করে এসব পেঁয়াজ নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকার আর্বজনা ফেলার স্থানে নিয়ে ফেলে।
শনিবার (১৬ নভেম্বর) খাতুনগঞ্জে কয়েকটি আড়তে দেখা যায়, বস্তাভর্তি পেঁয়াজ পচে মাটিতে পড়ে আছে। দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। শ্রমিকরা এসব পেঁয়াজ ভাগাড়ে নিয়ে ফেলছেন। মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে বেশি সময় লেগে যাওয়ায় গরমে পেঁয়াজ পচে যাচ্ছে। যেগুলো ভালো থাকছে সেগুলোরও মান কমে যাচ্ছে। এতে আমদানিকারকরা লোকসানে পড়ছেন।
খাতুনগঞ্জের এক আমদানিকারক বলেন, এখানে ১৫ থেকে ২০টির মত পেঁয়াজের আড়ত আছে। মিয়ানমার থেকে পেঁয়াজ এখানে আসতে এক সপ্তাহের বেশি সময় লেগে যায়। এরপর আড়তে রাখা পেঁয়াজ দ্রুত পচে যাচ্ছে। প্রতিটি আড়তে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ বস্তা করে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে।
পেঁয়াজ ফেলে দেওয়ার বিষয়ে হামিদুল্লাহ মার্কেট কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ বলেন, এসব খারাপ পেঁয়াজ মিয়ানমার থেকে আসছে। সেখান থেকে আনার সময় যেগুলো বোটের (নৌকা) নিচে পড়ে যেগুলো, সেগুলো পচে যায়। এরকম দুই থেকে তিন ট্রাক হবে। যেগুলো বিক্রি হয়নি, সেগুলো ফেলে দেওয়া হয় রাতে। এরপর আর ফেলা হয়নি।
কর্ণফুলী ব্রীজ ঘাট এলাকার স্থানীয়রা জানান, খাতুনগঞ্জ থেকে বস্তাভর্তি পচা পেয়াজ কম দামে কিনে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী নদীর পাড়ে শুকাতে দেন। এরপর অধিকাংশ নষ্ট পেঁয়াজ সেখানে ফেলে দেওয়া হয়।
সেপ্টেম্বরের শেষ দিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর ৬৬ হাজার ১৬২ টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (এলসি) খোলা হলেও এ পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে ছয় হাজার টনের মতো।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম জানান, রাতে খাতুনগঞ্জের ময়লার ভাগাড়ে বস্তায় বস্তায় পচা পেঁয়াজ ফেলে যাচ্ছে খাতুনগঞ্জের শ্রমিকরা। কর্ণফুলী নদীর পাড়েও পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে। পাঁচ টন ধারণক্ষমতার চারটি গাড়ি দিয়ে এসব বর্জ্য অপসারণ করা হচ্ছে।
উল্লেখ্য, পেঁয়াজের দাম সেপ্টেম্বরে ৩০-৪০ টাকা থেকে দুই মাসে আড়াইশ টাকা ছাড়িয়েছে। সঙ্কট কাটাতে সরকার মিসর, তুরস্ক, চীন থেকে আমদানির উদ্যোগ নিলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
তিন বিভাগে পেট্রলপাম্প ধর্মঘট
তেল বিক্রি বন্ধ, অচল হয়ে যেতে পারে সড়কপথ
- যমুনা ব্যাংকের উদ্যোগে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ ০৯ ডিসেম্বর ২০১৯
- ১৮৮ জনকে চাকরি দেবে বাংলাদেশ ব্যাংক ০৯ ডিসেম্বর ২০১৯
- ছাত্রদল সন্দেহে ২ শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ ০৯ ডিসেম্বর ২০১৯
- 'ফান্ডের প্রস্তাব যাচাই-বাছাই করছে অর্থ মন্ত্রণালয়' ০৯ ডিসেম্বর ২০১৯
- ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯ ০৯ ডিসেম্বর ২০১৯
- কালিহাতীতে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা ০৯ ডিসেম্বর ২০১৯
- মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ০৯ ডিসেম্বর ২০১৯
- ডোপিংয়ের দায়ে চার বছর রাশিয়া ০৯ ডিসেম্বর ২০১৯
- কাজে ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের ০৯ ডিসেম্বর ২০১৯
- শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে স্বর্ণ জিতলেন সৌম্য-শান্তরা ০৯ ডিসেম্বর ২০১৯
- নাগরপুর হানাদার মুক্ত দিবস পালিত ০৯ ডিসেম্বর ২০১৯
- গেইনারের শীর্ষে উঠেছে নিউ লাইন ০৯ ডিসেম্বর ২০১৯
- ধনবাড়ীতে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন ০৯ ডিসেম্বর ২০১৯
- অর্থমন্ত্রী ও গভর্ণরের সঙ্গে জরুরী বৈঠকে বসবে ডিএসই ০৯ ডিসেম্বর ২০১৯
- ‘বাবা বলে দিয়েছেন মঞ্চে উঠে যেন কবি নজরুলের কথা বলি’ ০৯ ডিসেম্বর ২০১৯
- শেখ হাসিনাকে নিয়ে সালমান খানের টুইট ০৯ ডিসেম্বর ২০১৯
- 'নগদ প্রাপ্তির কারনে ইভিনিং কোর্সগুলোতে শিক্ষকদের আগ্রহ' ০৯ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন করেছে ১০ কোম্পানি ০৯ ডিসেম্বর ২০১৯
- ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছেন নায়লা নাঈম ০৯ ডিসেম্বর ২০১৯
- আজও বেশিরভাগ ব্যাংকের শেয়ার দর পতন ০৯ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্বর্ধনা ০৯ ডিসেম্বর ২০১৯
- সম্রাটসহ ১০ জনের সম্পদ ক্রোক হচ্ছে ০৯ ডিসেম্বর ২০১৯
- ক্যাসিনো'র পোস্টারে তাসকিন! ০৯ ডিসেম্বর ২০১৯
-
আজও বড় পতন
৩৯ মাস পেছনে ফিরল শেয়ারবাজার ০৯ ডিসেম্বর ২০১৯ - নিরবের ক্যাসিনোতে বুবলি কি? ০৯ ডিসেম্বর ২০১৯
- বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেলো ফিনল্যান্ড ০৯ ডিসেম্বর ২০১৯
- রোহিঙ্গা গণহত্যার শুনানি মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০১৯
- শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিসচা'র ০৯ ডিসেম্বর ২০১৯
- 'বেগম রোকেয়া নারীদের আলোর পথ দেখিয়েছিলেন' ০৯ ডিসেম্বর ২০১৯
- রাজস্ব আয়েও বড় ঘাটতি ০৯ ডিসেম্বর ২০১৯