businesshour24.com

ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬


নতুন গান নিয়ে হাজির হলেন তাহসান (ভিডিও)

০৩:২৫পিএম, ১৬ নভেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। 'আনমনে' শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মালা। শুক্রবার 'সিলভার স্ক্রিন' ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ করা হয়।

এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন মালা নিজেই। সংগীত পরিচালনা করেছেন সাকের রেজা। তানিম রহমান অংশুর নির্মাণে এর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন সাইফ সাইফুল ও রাজকুমারী রিয়া।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, পশ্চিমা মিউজিক ভিডিওর দেখা যায় সেগুলোতে কোনো গল্প থাকে না। শুধু অনুভব, রঙ ও আবেগ থাকে। আমার মনে হয় আমাদের এই গানটি ঠিক সেরকম কিছু হয়েছে।

তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি তারা সবাই নিজেদের স্থান থেকে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আমার কাজ গান করা। আমি সেটার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি সব সময়।

প্রতিষ্ঠানটির কর্নধর শাহিন কবির বলেন, আগে গান শোনা যেত কিন্তু দেখা যেত না। প্রযুক্তির এই যুগে গান শোনার সঙ্গে সঙ্গে দেখার ব্যবস্থাও হয়েছে। উন্নত দেশগুলোর মতো আমারাও কোনো অংশে পিছিয়ে থাকতে চাই না।

তাই তো গান রেকর্ডিংয়ের পাশাপাশি সেটির দৃশ্য ধারণ করে শ্রোতা-দর্শকদের দেখার ব্যবস্থাও করা হয়। এই গানটি সবার মন ছুঁয়ে যাবে বলে আমার প্রত্যাশা।

বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে