businesshour24.com

ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬


কুকুরের জন্মদিন পালন করলেন নায়িকা মিমি

০৫:২৫পিএম, ১৬ নভেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : নানা রকম প্রাণির সঙ্গে তারকাদের সখ্যতা নতুন কিছু নয়। অনেক তারকা বাড়িতে কুকুর, বিড়াল-খরগোশ বা পাখি পোষেন। অনেক তারকাকে ফটোশুটেও অংশ নিতে দেখা যায় নিজের প্রিয় পোষ্যের সঙ্গে।

অনেক তারকার কাছে সবচেয়ে ভালো সঙ্গী হিসেবও বিবেচিত হয় তাদের পোষ্য প্রাণিরা। তাদের যত্ন করেন পরিবারের সদস্যদের মতো। কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীও সেই তালিকার একজন।

অভিনেত্রীর দুই পোষ্য ম্যাক্স ও চিকু। দুজনকেই সন্তানের মতোই ভালোবাসেন। সম্প্রতি, মিমির পোষ্য চিকু ৭ বছরে পা দিয়েছে। আর তাই কেক কেটে তার জন্মদিন সেলিব্রেট করেছেন সাংসদ অভিনেত্রী। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি।

ভিডিওতে দেখা যাচ্ছে মিমি যখন সোফায় বসে নিজের হাতে চিকুর জন্য কেক কাটছেন, অপরদিকে চুপচাপ দাঁড়িয়ে দেখছে ম্যাক্স। একবার মিমি তাকেও জিজ্ঞাসা করে বসেন, তোমার কত বয়স হয়েছে?

নিজের হাতে কেক কেটে চিকুকে খাইয়ে দিতেও দেখা যায় মিমিকে। চিকুর জন্য টেবিলে কেকের পাশে বেলুন দিয়ে সাজিয়েও ছিলেন মিমি। চিকুর জন্য কেনাছোট্ট একটা টুপি নিজের হাতে পরিয়ে দিতেও দেখা যায় অভিনেত্রীকে।

কেক কাটা শেষে শুধু মিমিই নন, চিকুকে কেক খাইয়ে দেন মিমির দিদা। চিকুকে গাল টিপে আদর করতে দেখা যায় মিমি ও তার বাড়ির অন্যান্য সদস্যদেরও।

বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে