যুবলীগের শীর্ষ পদের ক্ষমতায় ভারসাম্য আসছে

বিজনেস আওয়ার প্রতিবেদক : চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের ক্ষমতায় ভারসাম্য আনতে যাচ্ছে যুবলীগ। সংগঠনটির সংশোধিত গঠনতন্ত্রে এ-সংক্রান্ত একটি প্রস্তাব করতে যাচ্ছে আসন্ন সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র সংশোধন বিষয়ক উপ-কমিটি। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবত এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, যুবলীগের গঠনতন্ত্রে চেয়ারম্যান বা সাধারণ সম্পাদক পদে দুইবারের বেশি কারো প্রতিদ্বন্দ্বিতা না করার বিধান আছে। তবে সংগঠনের প্রয়োজনে চেয়ারম্যান ইচ্ছা করলে কাউকে তৃতীয়বারের জন্য মনোনীত করতে পারেন— এমন একক ক্ষমতা তাকে দেওয়া আছে। সেক্ষেত্রে সাধারণ সম্পাদককেও সেই ক্ষমতা দেওয়ার প্রস্তাব থাকছে।
শহীদ সেরনিয়াবত বলেন, কাস্টিং ভোট ও গঠনতন্ত্রের ব্যাখ্যা দেওয়ার বিষয়টি চেয়ারম্যানের একক এখতিয়ার। সেটা অক্ষুণ্ন থাকছে। কেননা, সব সংগঠনেই সভাপতি বা চেয়ারম্যান এই অধিকার ভোগ করেন।
তিনি বলেন, পাশাপাশি সম্মেলনের সময় কাউন্সিলর-সংক্রান্ত কোনও অভিযোগ এলে কেন্দ্র থেকে এককভাবে চেয়ারম্যানকে কাউন্সিলর নির্ধারণের যে ক্ষমতা দেওয়া আছে, সেখানে সাধারণ সম্পাদক পদটি যুক্ত করা হচ্ছে। ফলে এখন থেকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক যৌথভাবে এই দায়িত্ব পালন করবেন।
যুবলীগের গঠনতন্ত্রের ১২(ক) ধারায় চেয়ারম্যানকে ৪টি একক ক্ষমতা দেওয়া আছে। এর মধ্যে আছে ‘কাস্টিং ভোট’ দেওয়া। অর্থাৎ কোনও বিষয়ে ভোটাভুটি হলে যদি দুই পক্ষে সমান ভোট পড়ে, তখন চেয়ারম্যান যে পক্ষে ভোট দেবেন সেই পক্ষ বিজয়ী হবে। এই ভোটদানের ক্ষমতাকে ‘কাস্টিং ভোট’ বলা হয়।
গঠনতন্ত্রের ব্যাখ্যাদানের ক্ষেত্রেও যুবলীগের চেয়ারম্যানকে একক ক্ষমতা দেওয়া আছে। সেখানে বলা আছে, যুবলীগের গঠনতন্ত্রের কোনও বিষয় নিয়ে অস্পষ্টতা তৈরি হলে সে বিষয়ে চেয়ারম্যান যে ব্যাখ্যা দেবেন, সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তার এ ক্ষমতাও অক্ষত থাকছে।
শহীদ সেরনিয়াবত বলেন, অন্যান্য ক্ষেত্রেও চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের যৌথভাবে অথবা কার্যনির্বাহী সংসদে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা আছে। তাই চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের ক্ষমতার ভারসাম্য আনতে এ দুটি পরিচ্ছদ সংশোধন করাই যথেষ্ট।
এ ব্যাপারে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, শীর্ষ পদের ক্ষমতার ভারসাম্যের বিষয়টি আলোচনা হয়েছে। এ নিয়ে কাজ করছে গঠনতন্ত্র সংশোধন বিষয়ক উপ-কমিটি। তারা প্রস্তাব চূড়ান্ত করে খসড়া গঠনতন্ত্র জমা দেবে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সেটি পাস হলে গঠনতন্ত্রে এ-সংক্রান্ত প্রস্তাব চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হবে।
বিজনেস আওয়ার/১৯ নভেম্বর, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি
উত্তরের নেতৃত্বে বজলু-কচি, দক্ষিণে মান্নাফী-হুমায়ুন
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ
আ. লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা
- যমুনা ব্যাংকের উদ্যোগে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ ০৯ ডিসেম্বর ২০১৯
- ১৮৮ জনকে চাকরি দেবে বাংলাদেশ ব্যাংক ০৯ ডিসেম্বর ২০১৯
- ছাত্রদল সন্দেহে ২ শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ ০৯ ডিসেম্বর ২০১৯
- 'ফান্ডের প্রস্তাব যাচাই-বাছাই করছে অর্থ মন্ত্রণালয়' ০৯ ডিসেম্বর ২০১৯
- ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯ ০৯ ডিসেম্বর ২০১৯
- কালিহাতীতে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা ০৯ ডিসেম্বর ২০১৯
- মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ০৯ ডিসেম্বর ২০১৯
- ডোপিংয়ের দায়ে চার বছর রাশিয়া ০৯ ডিসেম্বর ২০১৯
- কাজে ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের ০৯ ডিসেম্বর ২০১৯
- শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে স্বর্ণ জিতলেন সৌম্য-শান্তরা ০৯ ডিসেম্বর ২০১৯
- নাগরপুর হানাদার মুক্ত দিবস পালিত ০৯ ডিসেম্বর ২০১৯
- গেইনারের শীর্ষে উঠেছে নিউ লাইন ০৯ ডিসেম্বর ২০১৯
- ধনবাড়ীতে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন ০৯ ডিসেম্বর ২০১৯
- অর্থমন্ত্রী ও গভর্ণরের সঙ্গে জরুরী বৈঠকে বসবে ডিএসই ০৯ ডিসেম্বর ২০১৯
- ‘বাবা বলে দিয়েছেন মঞ্চে উঠে যেন কবি নজরুলের কথা বলি’ ০৯ ডিসেম্বর ২০১৯
- শেখ হাসিনাকে নিয়ে সালমান খানের টুইট ০৯ ডিসেম্বর ২০১৯
- 'নগদ প্রাপ্তির কারনে ইভিনিং কোর্সগুলোতে শিক্ষকদের আগ্রহ' ০৯ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন করেছে ১০ কোম্পানি ০৯ ডিসেম্বর ২০১৯
- ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছেন নায়লা নাঈম ০৯ ডিসেম্বর ২০১৯
- আজও বেশিরভাগ ব্যাংকের শেয়ার দর পতন ০৯ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্বর্ধনা ০৯ ডিসেম্বর ২০১৯
- সম্রাটসহ ১০ জনের সম্পদ ক্রোক হচ্ছে ০৯ ডিসেম্বর ২০১৯
- ক্যাসিনো'র পোস্টারে তাসকিন! ০৯ ডিসেম্বর ২০১৯
-
আজও বড় পতন
৩৯ মাস পেছনে ফিরল শেয়ারবাজার ০৯ ডিসেম্বর ২০১৯ - নিরবের ক্যাসিনোতে বুবলি কি? ০৯ ডিসেম্বর ২০১৯
- বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেলো ফিনল্যান্ড ০৯ ডিসেম্বর ২০১৯
- রোহিঙ্গা গণহত্যার শুনানি মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০১৯
- শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিসচা'র ০৯ ডিসেম্বর ২০১৯
- 'বেগম রোকেয়া নারীদের আলোর পথ দেখিয়েছিলেন' ০৯ ডিসেম্বর ২০১৯
- রাজস্ব আয়েও বড় ঘাটতি ০৯ ডিসেম্বর ২০১৯