sristymultimedia.com

ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯, ২৪ অগ্রহায়ণ ১৪২৬


ইডেন টেস্টের চার দিনের টিকিট শেষ

০১:৪১পিএম, ২০ নভেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয় এই টেস্টটি আবার উপমহাদেশের মাটিতেও প্রথম। আর এমন একটি উপলক্ষে কোনো কিছুর কমতি রাখতে চাইছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

পিঙ্ক বলের টেস্টকে কেন্দ্র করে দুদেশের খেলোয়াড়, সেলিব্রেটি ও রাজনৈতিকদেরও আমন্ত্রণ করা হয়েছে। প্রথম দিন উপস্থিত হওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের দল ও ভারতের দল থাকতে পারে।

রোমাঞ্চমর এমন ম্যাচটি সরাসরি দেখতে ইডেনের টিকিট বিক্রিতে হিড়িক পড়েছে। বোর্ড প্রেসিডেন্ট গাঙ্গুলী জানিয়ে দিয়েছেন, ইতোমধ্যে এই টেস্টর চার দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের এই আগ্রহ দেখে দারুণ আনন্দ হচ্ছে।

ইডেন গার্ডেন্স ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। প্রায় ৬৭ হাজার দর্শক এখানে একসঙ্গে বসে খেলা দেখতে পারে। সৌরভ গাঙ্গুলী এর আগে এই টেস্টে অফিসিয়াল মাসকট 'পিঙ্কু-টিঙ্কু' উন্মোচন করেছিলেন। আগামী ২২ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।

বিজনেস আওয়ার/২০ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে