businesshour24.com

ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১২ মাঘ ১৪২৬


বাসচালকদের ধর্মঘটে সবজির বাজার অস্থিতিশীল

০৩:৪৪পিএম, ২০ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাসচালকদের ধর্মঘটের পর আজ বুধবার (২০ নভেম্বর) থেকে কাভার্ডভ্যান ও ট্রাকচালকদের কর্মবিরতির ঘোষণায় প্রভাব পড়েছে সবজি বাজারে।

প্রতিকেজি শীতকালীন সবজির দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। চালকদের ধর্মঘট অব্যাহত থাকলে বৃহস্পতিবার আরও দাম বাড়তে পারে বলে সবজি বিক্রেতারা আশঙ্কা করছেন।

বুধবার সকালে কাওরান বাজারের সবজি ও মসলার বাজার ঘুরে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

সবজি বিক্রেতা আকলিমা বেগম বলেন, বড় বেগুনের কেজি ৪০ টাকা, কাঁচা কলা হালি ১৫ টাকা, কাঁচা পেঁপে পাঁচ কেজি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা ইব্রাহীম বলেন, ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘটের খবর ছড়িয়ে পড়ায় বাজারে প্রভাব পড়ছে। অনেকেই মনে করছে ট্রাক আসবে না, তাই হয়তো কোনও সবজি আজ রাতে আসবে না।

বিজনেস আওয়ার/২০ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে