sristymultimedia.com

ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯, ২৪ অগ্রহায়ণ ১৪২৬


হেলিকপ্টারে চড়ে নোয়াখালী গেলেন পূর্ণিমা

০৩:০৬পিএম, ২১ নভেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : গাঙচিল ছবির শুটিং চলছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। আর এ কারণে নায়িকা পূর্ণিমাকে উপস্থিত হতে হবে সেখানে। বুধবার ছিল সড়ক অবরোধ। ফলে শুটিংয়ে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু শুটিং না হলে অনেক টাকা গচ্চা দিতে হবে। অবশেষে শুটিং স্পটে পৌঁছালেন পূর্ণিমা। তবে সড়কপথে নয়, হেলিকপ্টারে করে।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ভোরে সড়কপথে রওনা হবার প্রস্তুতি নিয়েছিলাম। কারণ সকাল থেকেই আমার অংশের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বের হওয়ার পর জানতে পারলাম, শ্রমিকেরা রাস্তাঘাট অবরোধ করেছেন। এ কারণে জরুরিভাবে হেলিকপ্টারে করে এখানে এসেছি। পরে শুটিং শুরু করি।

উল্লেখ্য, গাঙচিল ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হয়েছে গত ১৭ নভেম্বর। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ইউনিয়নের গাঙচিল চরের নাম থেকেই ছবির নাম গাঙচিল রাখা হয়েছে। ছবিতে চরের মানুষের জীবনের গল্প উঠে এসেছে।

ছবিটিতে এনজিওর কর্মী মোহনার চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। সাংবাদিক সাগর চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। আরও অভিনয় করছেন আসাদুজ্জমান নূর, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন ও জয়রাজ প্রমুখ।

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে