sristymultimedia.com

ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯, ২৪ অগ্রহায়ণ ১৪২৬


গেইনারের শীর্ষে উঠেছে ইউনাইটেড ইনসিওরেন্স

০৩:৩৯পিএম, ২১ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৪৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনাইটেড ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ইউনাইটেড ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১.৩০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৬.৪০ টাকায়। অর্থাৎ আজ এই কোম্পানির শেয়ার দর ৫.১০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্লের ৯.৮১ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৮.৭০ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৭.৬৯ শতাংশ, এমএল ডাইংয়ের ৭.৬৫ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৭.৫৬ শতাংশ, জিকিউ বলপেনের ৬.৫২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৬.১৯ শতাংশ, বিডি অটোকার্সের ৬.১২ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৭১ শতাংশ বেড়েছে।

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০১৯/এস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে