sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬


শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-২

০৫:৪২পিএম, ২১ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ রাজধানীতে বসবাসরত একদল স্বপ্নবাজ তরুণদের ব্যাচেলর জীবনের নানা ঘটনা-দূর্ঘটনা আর প্রতিদিনের জীবনযাপন নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সিজন ১-এর পর এবার শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-২।

নির্মাতা জানালেন, ব্যাচেলর যখন একসঙ্গে থাকেন তখন তাদের মধ্যে নানা ধরণের ঘটনা ঘটে। সিজন-১ এ যা আমি ভিন্নভাবে ক্যামেরাবন্দি করেছি। এবার সিজন-২ তে আরও মজার মজার ঘটনা থাকবে। আগের গল্প ও চরিত্রের ধারাবাহিকতা থাকছে এবারও। এটা আসলে গল্পনির্ভর কমেডি ঘরানার নাটক। মানে এতে মজা আছে, ম্যাসেজও আছে। আমাদের ভরসা আছে দর্শকদের প্রতি, তারা এবারও কাজটি পছন্দ করবেন।’

‘ব্যাচেলর পয়েন্ট সিজন-২’ প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলাভিশনে। আর রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

এটি রচনা ও পরিচালনা করেছেন সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, নাদিয়া আফরিন মীম, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা অ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, আবদুল্লাহ রানা, মাসুম বাশার, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা প্রমুখ।

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে