businesshour24.com

ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৬


নাগরপুরে শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করলেন সাংসদ টিটু

০৪:৪৬পিএম, ২৪ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার (টাঙ্গাইল প্রতিনিধি) : টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, এতে অন্যান্যর মধ্যে ভাইস চেয়ারম্যান (মহিলা ) ছামিনা বেগম শিপ্রা, অধ্যক্ষ আনিছুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেন, প্রবীন শিক্ষক মো. আহসান উদ্দিন মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ আহসানুল ইসলাম টিটু ।

বিজনেস আওয়ার/২৪ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে